একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক
আমরা যারা হোমিও পেশার সাথে জড়িত তাঁরা মনে করি দু-চারটা ঔষধ এর নাম জানলে বা এন,সি ঘোষ লিখিত মেটিরিয়া মেডিকা থাকলেই আদর্শ চিকিৎসক হওয়া যায়। আসলেই কি তাই? উত্তর পেতে পড়ুন - - - - আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাঙ্গালী। বাঙলা আমাদের দেশ, আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। এ দেশের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে আমরা দ্বিধাবোধ করি না। দেশের স্বাধীনতা ... রক্ষা করা প্রতিটি নাগরিকের বড় কর্তব্য। কিন্তু আমরা শুধু নাগরিকই নই, আমরা চিকিৎসকও বটে। প্রতিটা চিকিৎসা পেশার উদ্দেশ্যই হচ্ছে "সেবা" প্রকৃতিগত দিক ভিন্ন হলেও মূল সুর কিন্তু সেবা। কিন্তু কিভাবে সেই "সেবা" আমরা রোগীদের দান করবো? রোগীর সাহস দিয়ে-শক্তি দিয়ে, স্নেহ দিয়ে কিংবা শুধু মাথায় হাত রাখলেই কি সেবা হয়ে যায়? অথবা শুধু মাত্র সঠিক ঔষধ নির্বাচন করে? না- হয়না কারণ "সেবা" কথাটি ছোট হলেও এর গভীরতা ব্যাপক। একজন রোগীকে মনে করতে হবে আমার "দেশ" আমার "মাতৃভূমি"। যে দেশের শুত্রু হল "রোগ" এই দেশ শুত্রু (রোগ) দ্বারা আক্রান্ত। আর আমি (চিকিৎসক) হলাম "যোদ্ধা"। আমার "অস্ত্রাগার" হ...