প্রসূতি মায়ের পরিচর্যা

গর্ভবতী মায়ের মতো প্রসূতি মায়েরও পরিচর্যার প্রয়োজন রয়েছে। নিচে সংক্ষেপে এ সম্পর্কে আলোকপাত করা হচ্ছে----------
@ প্রসূতি মায়ের স্বাস্থের দিকে নজর রাখতে হবে মন প্রফুল্ল রাখতে হবে।
@ তাকে কোন ভারী কাজ দেওয়া যাবেনা।
@ প্রচুর শাকসব্জি, ফলমূল খাওয়াতে হবে যাতে মায়ের কোষ্ঠকাঠিন্য না হয়।
@ মা কে বিশ্রাম নিতে হবে এবং আলো ও মুক্ত বায়ুসমৃদ্ধ স্থানে থাকতে হবে।
@ পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে।
@ স্তনবৃন্ত সবসময় পরিষ্কার রাখতে হবে।
@ শিশু ঠিকমত মায়ের দুধ পাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। না পেলে তার কারণ  
  খুঁজে বের করতে হবে।
@ অনেক সময় বুকে দুধ থাকলেও শিশু তা গ্রহণ করতে পারেনা, ফলে মায়ের স্তনে ব্যথা
  হয়, এ অবস্থায় মা কে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে।

ডাঃ মোঃ সোহেল রানা
বি এস-সি, এম এস-সি (রসায়ন)
ডি এইচ এম এস (ঢাকা)

Comments

Popular posts from this blog

ছন্দে ছন্দে পর্যায় সারণীর বিভিন্ন মৌলের নাম

যৌন সমস্যা ও হোমিওপ্যাথিক চিকিৎসা।