মহিলাদের জানা খুব জরুরী

*** মেয়েদের বক্ষবন্ধনী থেকেও হতে পারে মরণব্যাধী ক্যান্সার!!!!
বক্ষবন্ধনী বা ব্রা মেয়েদের অত্যন্ত প্রয়োজনী পোশাক। বিশেষ করে আধুনিক মেয়েরা বক্ষবন্ধনী না পরে থাকতেই পারবে নাচিকিৎসাবিজ্ঞানশারীরিকবিজ্ঞান এবং অঙ্গবিজ্ঞানে এটি প্রচলিত ধারণা যেবক্ষবন্ধনী নারীর
স্তনযুগলকে ঢিলে হওয়ার থেকে বা পিঠের ব্যথা রোধ করে। তবে বিভিন্ন গবেষনায় তা ভুল বলে প্রমানিত হয়েছে

ওই গবেষণা দলের একজন বেসানকন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাঁ ডেনিস রুইলন ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, ‘ব্রার কারণেই স্তনযুগলে ঢিলেভাব আসে। গবেষনায় উঠে আসেব্রা পরিধান না করলে স্তনের আশপাশের পেশীগুলো শক্তিশালী হয়। সেই সঙ্গে প্রতি বছর স্তনবৃন্তের পরিমাণ ৭ মিলিমিটার করে বাড়ে

আর এবার আমেরিকার বিজ্ঞানীরা জানালেন নতুন তথ্য। তারা স্তন ক্যন্সারের সাথে বক্ষবন্ধনী বা ব্রা'র সম্পর্ক খুঁজে পেলেন। সাধারণত যেসব মহিলা সন্তানকে বুকের দুধ খাওয়ান না কিংবা ত্রিশ বছর পর প্রথম সন্তান জন্ম দিয়েছেন কিংবা নিঃসন্তানযেসব মহিলার বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে কিংবা যেসব মহিলার স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস রয়েছে অথবা যেসব মহিলা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চার হাজার ৫০০ মহিলার ওপর জরিপ চালিয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আরো একটি কারণ খুঁজে পেয়েছেন। জরিপে দেখা গেছেব্রেসিয়ার পরার কারণে মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে

প্রতিদিন নিয়মিত ১২ ঘণ্টা ব্রেসিয়ার পরে থাকলে মহিলাদের স্তন ক্যান্সারের আশঙ্কা ১১ শতাংশ বেড়ে যায়। ব্রেসিয়ার পরিধানের ফলে স্তনের লসিকানালী সঙ্কুচিত বা বন্ধ হয়ে যাওয়ার ফলে তার ভেতর দিয়ে শরীর বিষাক্ত পদার্থগুলোকে দূর করতে পারে না। ফলে স্তনের কোষে তা জমা হয়ে কোষে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায় এবং সৃষ্টি করে ক্যান্সারের। পশ্চিমা দেশগুলোতে প্রতি বছর স্তন ক্যান্সারের কারণে মারা যান কয়েক হাজার মহিলা। কিন্তু আফ্রিকার দেশগুলোতে স্তন ক্যান্সারে মারা যাওয়ার ঘটনা বিরল

গবেষণায় দেখা গেছেপশ্চিমা দেশগুলোর মহিলাদের মধ্যে বক্ষবন্ধনী পরার প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু আফ্রিকান মহিলারা তেমন একটা বক্ষবন্ধনী পরেন না। তাই স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে বক্ষবন্ধনী পরার অভ্যাস কমাতে হবে। যারা স্তনের গঠন ঠিক রাখার জন্য ব্রেসিয়ার পরার অভ্যাস ত্যাগ করতে চান না তাদের জন্য রয়েছে কয়েকটি পরামর্শ

বক্ষবন্ধনী কখনো টাইট করে পরবেন না
পাতলা কাপড়ের বক্ষবন্ধনী পরবেন
ঘুমাতে যাওয়ার আগে বক্ষবন্ধনী পরবেন না
বক্ষবন্ধনী যেন স্তনের মাপের হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে 

★★আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।

ডাঃ মোঃ সোহেল রানা
বি এস-সি, এম এস-সি (রসায়ন)
ডি এইচ এম এস (ঢাকা)

Comments

Popular posts from this blog

ছন্দে ছন্দে পর্যায় সারণীর বিভিন্ন মৌলের নাম

যৌন সমস্যা ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

প্রসূতি মায়ের পরিচর্যা